চট্টগ্রাম বন্দরের ওভারফ্লো পশ্চিম গেটটি রাতের বেলা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা এবং ডিপোগামী যানবাহন চলাচলের স্বার্থে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ওভারফ্লো ইয়ার্ডের পশ্চিম গেট খোলা রাখা হচ্ছে। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্র বন্দর এবং প্রথম ‘ক’ শ্রেণির কেপিআই। চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখার স্বার্থে এবং ডিপোগামী যানবাহন চলাচলের সুবিধার্থে ওভারফ্লো পশ্চিম গেইটটি খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।










