প্রচারণায় সমানে সমান দুই চেয়ারম্যান প্রার্থী

পটিয়া

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ৬ষ্ঠ পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন প্রচার প্রচারণায় বেশ সরগরম হয়ে উঠেছে। মাইক দিয়ে প্রচারপ্রচারণার চেয়ে ব্যক্তিগতভাবে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগকেই বেশী গুরুত্ব দিচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ (আনারস) ও চাচা চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার (দোয়াতকলম)

গত ১৩ মে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়েই এ দুই প্রার্থী প্রচার প্রচারণায় কোমর বেঁধে নেমেছেন। কখনও বিয়েসহ সামাজিক অনুষ্ঠান, কখনো ধর্মীয় অনুষ্ঠান, আবার কখনো মসজিদ মন্দির ও গির্জায় ছুটছেন তাদের প্রতীকের প্রচারণা নিয়ে। এ দুই প্রার্থীই সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার প্রচারণার সাথে সাথে দলের হাইকমান্ড ও সিনিয়র নেতৃবৃন্দের কাছে ছুটছেন ভোটের মাঠে নিজেদের প্রভাব বলয় সৃষ্টি করতে। এমনটিই জানালেন দুই চেয়ারম্যান প্রার্থীর ঘনিষ্ঠজনরা। গতকাল দোয়াতকলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম দিদার উপজেলার হাইদগাঁও ছনহরা ইউনিয়নের ধাউরডেঙ্গা এবং আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ উপজেলার হাইদগাঁও ইউনিয়ন, পটিয়া পৌর সদর, কোলাগাঁও ও হাইদগাঁও ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। এসময় দুই প্রার্থী ভোটরদের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের নিজেদের প্রতীকে ভোট প্রার্থনা ও দোয়া কমনা করেন। পাশাপাশি তাদের প্রতীক সম্বলিত ছবি ভোটারদের হাতে তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে শুরু হচ্ছে নাজিরহাট পুরাতন সেতুর নির্মাণ কাজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা