প্রকৃতির ধ্বংস নয়

মিতা পোদ্দার | সোমবার , ৬ জুন, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

গতকাল ৫জুন ছিল পরিবেশ দিবস। সারা বিশ্বে দিবসটি পালন করা হয় সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের কাজে উৎসাহ দেবার উদ্দেশ্যে। ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে মানব জাতি’। মানুষ জীবনে বেঁচে থাকার সকল প্রকার উপাদান সংগ্রহ করে তার চারপাশের পরিবেশ থেকেই।

আবার সেই মানুষেই স্বার্থপরের মত পরিবেশকে শোষণ করে যথেচ্ছভাবে। শিল্পায়ন, নগরায়ন, বিশ্বায়ন আর আধুনিকতার জেরে গোটা বিশ্ব জুড়েই পরিবেশের অবস্থা প্রতিনিয়ত খারাপ হতেই চলেছে। পৃথিবীর উষ্ণতা যেভাবে বাড়ছে, ভূগর্ভে সঞ্চিত জল ও জ্বালানি তলানিতে এসে ঠেকেছে। এতে করে অদূর ভবিষ্যতে মানব সভ্যতার সামনে এক বিশাল সংকট এসে উপস্থিত হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই।

পরিবেশ রক্ষার দায়িত্ব সকলের। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে একযোগে প্রচেষ্টা চালাতে হবে। ভয়াবহ পরিবেশ দূষণের কবলে পড়ে আজ বিশ্বের কোটি কোটি মানুষ শঙ্কার মধ্যে রয়েছে। অপেক্ষা করছে এক মহাধ্বংস। আজ জলে বিষ, বাতাসে আতঙ্ক। আসুন পরিবেশ সংরক্ষণে শুধু একটি দিন কেন প্রতিটি দিনই কর্ম পরিকল্পনাকে জোরদার করি। প্রকৃতির ধ্বংস নয় বরং শ্যামল সবুজে গড়ে তুলি সবাই মিলে।

পূর্ববর্তী নিবন্ধসরফভাটা ইত্যাদি চত্বর থেকে শিলক ফকিরাঘাট তালতল পর্যন্ত রাস্তা সংস্কার চাই
পরবর্তী নিবন্ধসোশাল মিডিয়া আসক্তি, এক ভয়ংকর নেশা