প্রকাশিত ছবি প্রসঙ্গে

| শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় গতকাল প্রকাশিত ‘অস্ত্র হাতের ছবিতে তোলপাড়, যা বললেন ছাত্রলীগ নেতা’ শীর্ষক সংবাদের সাথে প্রকাশিত ছবি প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম শিপনের পক্ষে এডভোকেট সৈয়দ মো. ইমরান খান। এক প্রতিবাদলিপিতে তিনি জানান, তার মক্কেলের ১০/১১ বছর আগের ছবিকে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এডিট করে কতিপয় স্বার্থান্বেষী মহল এ অপপ্রচার চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শিপন পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছেন গত ১৬ সেপ্টেম্বর।

প্রতিবেদকের বক্তব্য : পতেঙ্গা থানার ওসি এবং চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম শিপনের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি লিখিত। আর সংবাদেই উল্লেখ করা হয়েছে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।

পূর্ববর্তী নিবন্ধসরকারিভাবে কমল হজের কোটা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২