পোর্ট সিটি ইউনিভার্সিটির ৩৭ তম সিন্ডিকেট সভা

| শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির ৩৭ তম সিন্ডিকেট সভা উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পোর্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপি উপস্থিত ছিলেন। সভায় একাডেমিক কাউন্সিল কর্তৃক সুপারিশকৃত সকল প্রোগ্রামের ফল ২০২৩ ট্রাইমিস্টার এবং সামার ২০২৩ সেমিস্টারের চুড়ান্ত ফলাফল অনুমোদন দেওয়া হয়। সভায় বিভিন্ন বিভাগ থেকে ডিগ্রী সম্পন্ন করা ৬৭০ জন শিক্ষার্থীকে ডিগ্রী প্রদানের অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রবর্তিত বাংলাদেশ ন্যাশনাল কোয়লিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়। এছাড়াও ফ্যাশন ডিজাইন বিভাগে নব নিযুক্ত ১ জন শিক্ষকের নিয়োগ, বিভিন্ন বিভাগে ২ জন শিক্ষকের শিক্ষা ছুটি, ৪ জন শিক্ষকের শিক্ষা ছুটির মেয়াদ বৃদ্ধির এবং ৩ জন শিক্ষকের অতিরিক্ত ছুটির মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতিতে সামার সেমিস্টারের নাম পরিবর্তন করে ফল সেমিস্টার করার বিষয়টি অনুমোদিত হয়। স্প্রিং ২০২৪ সেমিস্টারে মোট ৬৩২ জন শিক্ষার্থীকে মুত্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, মেধাভিত্তিক, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, খেলোয়াড় ও অন্যান্য কোটায় ২,২২,১১,৬৬৪ টাকার বৃত্তি সভায় অনুমোদন দেয়া হয়। এছাড়াও সামার ২০২৩ ও ফল ২০২৩ ট্রাইমেস্টার এবং সামার ২০২৩ সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে ৩১১ জন শিক্ষার্থীদের ১৪ লক্ষ ৬ হাজার১৭৪ টাকা মেধাবৃত্তি প্রদান এবং রত্মগর্ভা বেগম আশরাফুন্নেছা ফাউন্ডেশন থেকে স্প্রিং সেমিস্টারে ৫৩ জন শিক্ষার্থীদের ১,৯২ হাজার টাকা বৃত্তি প্রদানের বিষয়টি সভায় অনুমোদিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তাহমিনা খাতুন, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম মজিবুর রহমান, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, যুগ্ম সচিব নোমেরী জামান, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, প্রফেসর ড. মো. ফসিউল আলম, এহসানূল হক রিজন, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, মো. সেলিম হোসেন, ও এ এস এম ইফতেখারুল আজম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রথমবারের মতো প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ক্যাম্প
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে আঞ্চলিক মহাসড়কে বসানো হচ্ছে ‘নিরাপত্তা নির্দেশক’