স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য মাস্ক ব্যবহার, বারবার সাবান দিয়ে হাত ধোয়া বা হাত স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ব মেনে চলার কোনো বিকল্প নেই। অবস্থাদৃষ্টে মনে হয় কামনা বাসনা আর জৈবিক কারণ ছাড়া কেউ কারো কাছে ঘেঁষবে না। কারো খোঁজ খবর নেবে না। জীবন যাপন বা জীবনধারায় করোনার প্রচণ্ড আঘাতে পারিবারিক, সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক বন্ধনে স্বাভাবিক কারণেই ছন্দপতন হচ্ছে এবং তা ভবিষ্যতে আরও মারাত্মক আকার ধারণ করবে। মনে হয় শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতা, আদর, প্রেম ভালবাসা সবকিছু বুঝি কর্পুরের মতো উবে যাবে ! কেউ আর একসাথে চলবে না। গায়বে না একসুরে। শঙ্কা জাগে মনে, মানবিকতা, নৈতিকতা, সামাজিকতা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য সর্বোপরি মনুষ্যত্ববোধও যেন আর অবশিষ্ট থাকবে না। এ যেন আদিম অসভ্য যুগে ফিরে যাওয়া বৈ অন্যকিছু নয়। তবুও নতুন ভোরের আশায় আর প্রত্যাশায় মানুষ বেঁচে থাকার অবলম্বন খুঁজবে এই ভেবে যে মহান আল্লাহ্ রাব্বুল আলামিন সহসা পৃথিবীকে করোনা ভাইরাসমুক্ত করে আবার মানুষের বাসযোগ্য করে দেবেন। সুস্থ সুন্দর বসুন্ধরায় আবারো জাগ্রত হবে মানবতা, মনুষ্যত্ববোধ, শ্রদ্ধা, স্নেহ, প্রেম, প্রীতি, মায়া, মমতা, ভালবাসা, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য।