নগরীর পূর্ব কুলগাঁওয়ের খন্দকিয়া হিন্দু পাড়ার আশপাশ এলাকায় নৌকা ও ঝুড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন হাজী এয়ার মুহাম্মদ, হাজী মো. ইব্রাহিম, দোলন কুমার বিশ্বাস, রাশেদুল হাসান, মো. ইদ্রিস, রনজিৎ মহাজন, হামিদুল হক ছবি, মো. সেলিম, উৎপল মুহুরী, দিলীপ মুহুরী, পলাশ বিশ্বাস, টিটু বিশ্বাস।