শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যয়নের মাধ্যমে লব্ধ জ্ঞান দ্বারা নিজেকে আত্মবিশ্বাসী ও কর্তব্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভবদ্গীতা পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত এ কথা বলেন।
গতকাল শুক্রবার বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা চট্টগ্রাম জেলা ও বিভাগ পর্বের আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ–চট্টগ্রাম জেলা শাখা। এ উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ–চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন– পরিষদের সহ সভাপতি বিপুল দত্ত, চেয়ারম্যান অসীম কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, অনুপ রক্ষিত, রিমন মুহুরী, অধ্যাপক শিপুল কুমার দে, মাভৈ তারানাথ চক্রবর্তী, দীপক কুমার তালুকদার, রাজশ্রী মজুমদার চৌধুরী, রাজিব চক্রবর্তী, অধ্যক্ষ জনার্দ্দন বণিক, অধ্যাপক বাবুল কুমার দেব, সুভাষ সরকার, রুপক শীল, বিশুরাম বসু, উজ্জ্বল শুক্ল দাশ, লায়ন দেবাশীষ দাশ, চন্দ্ররাজ আচার্য সুনীতি বিকাশ আচার্য, পলাশ দে, রাজিব শীল, বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার নাথ, সঞ্জয় দাশ, লায়ন অজিত কুমার নাথ, সুশান্ত শীল, রুপন দাশ, নিখিল চৌধুরী, দেবী রুদ্র, ঝুলন দাশ, বাবন চৌধুরী, সুজন আচার্য, টুটন চৌধুরী, জনি আইচ, শংকর শীল, সঞ্জিত দে,স্বপ্ন আচায দূজয়, শংকর চৌধুরী, চৈতি ধর প্রমুখ নেতৃবৃন্দ। চট্টগ্রাম বিভাগ পর্যায়ে ‘ক’ বিভাগে ঐশ্বর্য নাথ ১ম, শ্রেয়সী বণিক ২য়, অনুষ্কা সিংহ ৩য় স্থান; ‘খ’ বিভাগে প্রথমা চৌধুরী শ্বেতা ১ম, শতাব্দী ধর ২য় ও জয়ন্তী বিশ্বাস ৩য় স্থান লাভ করে উত্তীর্ণ হন। বিভাগ পর্যায়ে উত্তীর্ণরা ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।








