কোমল প্রাণের শ্রোতা দর্শকদের জন্য বসন্তের নতুন গান নিয়ে আসছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী এবং চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা। পুষ্পিতার নতুন গান ভিডিওটির শিরোনাম ‘বসন্ত কাছে এলো’। এই শিল্পী জানান, দর্শক শ্রোতারা গানটি পাবেন তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘পুষ্পিতা অফিশিয়ালে’। গানের কথা লিখেছেন তারেক আনন্দ, সুর ও কম্পোজ করেছেন সজীব দাস। গানটির ভিডিও পরিচালনায় আছেন ইজাজ খান স্বপন। গানটি নিয়ে আশাবাদী পুষ্পিতা। জানালেন, গানটির কথা, সুর ও কম্পোজিশন আমার মন ছুঁয়ে গেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করি দর্শক-শ্রোতাদের গানটি ভাল লাগবে।