মুক্তির অপেক্ষায়

| বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

নির্মাতা তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৭ মার্চ। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে তরুণদের একটি ব্যান্ডকে ঘিরে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান তৌকীর; পরবর্তীতে কোনও ওটিটি প্লাটফর্ম থেকে প্রস্তাব পেলে সেটা বিবেচনা করা হবে বলে জানান এ নির্মাতা। এতে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে। ডিসেম্বরে ঘোষণার পর ইতোমধ্যে ছবির দৃশ্যধারণের শেষ হয়েছে; ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে কলকাতায়। খবর বিডিনিউজের।
মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে ‘তোমার নামে’ শিরোনামে ছবির একটি গান প্রকাশ করা হয়েছে; গানটি দর্শক-শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। পিন্টু ঘোষের কথা ও সুরে গানটি গেয়েছেন মুত্তাকি হাসিব, সুকণ্যা মজুমদার ঘোষ, বাসমা কাজী, রোকন ইমন ও পিন্টু ঘোষ। সঙ্গীতায়োজন করেছেন পিন্টু ঘোষ ও রোকন ইমন।

পূর্ববর্তী নিবন্ধবুবলীর ফেরা…
পরবর্তী নিবন্ধপুষ্পিতার গান