পরীর পাহাড়কে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার জন্য সম্ভাব্যতা যাচাইয়ে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদফতর। কমিটিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিরুজ্জামানকে আহ্বায়ক, আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমানকে সদস্য ও সহকারী স্থপতি খন্দকার মাহফুজ আলমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটি আগামী ২৫ সেপ্টেম্বর সরেজমিনে পরিদর্শন করে মতামত দেবে। গতকাল মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আতাউর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, কমিটি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রদান করবে। আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের স্থানীয় সরকারের উপ-পরিচালক বদিউল আলম।