‘পুনর্বাসন না করে’ হকার উচ্ছেদের প্রতিবাদ মহানগর বিএনপির

| বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর নিউ মার্কেট, স্টেশন রোড় ও ফলমন্ডি এলাকায় পুলিশি হামলা চালিয়ে হকার উচ্ছেদ ও হকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর। নেতৃবৃন্দ হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে পবিত্র রমজান মাসের আগে জোরপূর্বক উচ্ছেদ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হাজার হাজার হকারকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক অমানবিক কাজ করছে। হকাররাও মানুষ, তাদের ও তাদের পরিবারকে বাঁচতে দিতে হবে। কোনো হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারি করতে চায় না। পরিবার পরিজনের ভরণপোষণের জন্যই নিরুপায় হয়ে ফুটপাতে নামে। কিছুদিন যাবত তারা হকারি করতে না পেরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বাসা ভাড়া, ছেলেমেয়েদের স্কুলের বেতন ও ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে পারছে না। তাই হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন বেশি জরুরি। তা না হলে লক্ষ লক্ষ হকার বেকার হয়ে দেশের জন্য অভিশাপ হিসেবে দেখা দিবে। এজন্য হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। সেই সাথে ফুটপাতে হকারদের কাছ থেকে মাস্তানদের চাঁদাবাজিও বন্ধ করার আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ বলেন, একজন বিদেশি নাগরিকও বাংলাদেশে নির্দিষ্ট টাকার বিনিময়ে ব্যবসা করার সুযোগ পায়। তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে। কিন্তু হকাররা তাদের ব্যবসা চালিয়ে যেতে কোনো ধরনের সরকারি সুবিধা পায় না। উল্টো তাদের নির্যাতন উচ্ছেদের শিকার হতে হয়। নেতৃবৃন্দ বলেন, পুলিশ প্রশাসনের ভাইদের বলবো, আপনারা হকারদের সাথে আইনানুগভাবে কথা বলুন। বেআইনিভাবে হকারদের উপর লাঠিচার্জ এবং গুলি করবেন না। এরা অসহায় ও গরীব মানুষ। তাহলে কেন আপনারা তাদের উপর লাঠিচার্জ করে তাদের মালামাল নিয়ে যান? অবিলম্বে এসব অনৈতিক কাজ বন্ধ করুন।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার