পুচি ও টমের যোগ শিক্ষা: ৩য় শ্রেণী-গণিত

শাদমান আবসার চৌধুরী | শনিবার , ৫ জুন, ২০২১ at ৩:০০ পূর্বাহ্ণ

প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি তোমরা স্থানীয় মান সম্পর্কে জানো। তাও যদি তোমাদের সমস্যা থাকে, তোমরা চাইলে জাহেদ স্যারের ক্লাস ২ এর ওয়ার্কশিটটা দেখে নিতে পারো । তাহলে এবার আমরা শিখে নিবো কীভাবে স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে হয়। আর আজকে আমরা পুচির সাথে শিখবো, যোগ কীভাবে করতে হয়। তাহলে গল্পে গল্পে যোগ শুরু করা যাক?
একদিন সকালে পুচি আর তার ভাই টম মিলে মাছের কাটা যোগাড় করছিলো। পুচি যোগাড় করলো ১২ টি কাঁটা আর টম যোগাড় করলো ৬টি কাঁটা। তারপর তারা সবগুলো কাঁটা একসাথে করলো। টম গুনতে থাকলো। ১, ২, ৩, ৪ ।
পুচি বললো, “আরে দাঁড়াও এভাবে গুনছো কেন?”
টম জিজ্ঞেস করলো, “তাহলে কী করবো ?“
পুচি বললো, “যোগ করবে।”
টম অবাক হয়ে জিজ্ঞেস করলো, “যোগ কী?”

পুচি বললো, “দুইটি বা তার বেশী সংখ্যাকে একসাথে করাকে যোগ বলে। এই যে দেখো, তোমার কাছে ৬ টি কাঁটা আছে , আর আমার কাছে ১২ টি কাঁটা আছে। এই দুইটিকে একসাথে করলে ১৮টি কাঁটা হয়। তাহলে আমি বলবো ১২ আর ৬ এর যোগফল ১৮। ”
টম বললো, “এখন তো আমি হাত দিয়ে গুনতে পারছি। কিন্তু বড় সংখ্যা হলে কী করবো?”
পুচি বললো, “এক কাজ কর । খাতা নিয়ে আসো । শিখিয়ে দিচ্ছি। ”
টম দৌড়ে গিয়ে খাতা নিয়ে আসলো। এবার চলো আমরা পুচির কাছ থেকে শিখে নেই কীভাবে যোগ করতে হয়।
পুচি বললো, “ ধরি, আমাদের ১২ এবং ৬ যোগ করতে হবে। তাহলে আমরা কীভাবে করবো? “
তারপর পুচি টমকে বোঝানো শুরু করলো নিচের মত করেঃ
আমরা যোগ বোঝানোর জন্য ‘+’ চিহ্ন ব্যবহার করবো।
তাহলে আমরা এই যোগকে প্রকাশ করতে পারি এভাবে,
১২+৬
এখন আমরা যোগ শুরু করবো । যোগের ধাপগুলো বলছি। তুমিও আমার সাথে চেষ্টা করো।

ধাপ ১ঃ প্রথম সংখ্যাকে স্থানীয় মান অনুযায়ী লেখো । আমি নিচে লেখে দিচ্ছি।
দশক একক
১      ২

ধাপ ২ঃ এবার পরের সংখ্যাটিকেও একই ভাবে আগের সংখ্যার নিচে স্থানীয় মান অনুযায়ী লেখো।

দশক একক
১     ২

ধাপ ৩ঃ এবার এদের নিচে একটা দাগ টানি । নিচের সংখ্যার বাম পাশে যোগ চিহ্ন দেই ।

দশক একক
১      ২
+      ৬
________________

ধাপ ৪ঃ এবার আমরা প্রথমে ডান পাশের একক থেকে যোগ শুরু করবো ।
দশক একক
১      ২
+      ৬
________________

ধাপ ৫ঃ এরপর আমরা পরের বাম পাশের স্থানীয় মানের সংখ্যাগুলো যোগ করবো । আমরা আগে একক যোগ করেছিলাম । এখন আমরা এককের বাম পাশের দশক যোগ করবো।
দশক একক
১     ২
+     ৬
________________
১      ৮

এইতো আমরা যোগ করে ফেলেছি । তাহলে, আমরা পেলাম, ১২+৬=১৮ ।
এভাবে আমরা আরো বড় সংখ্যাও চেষ্টা করতে পারি। যেমন নিচে আমি আরো বড় দুইটা সংখ্যা যোগ করার চেষ্টা করি ।
৪৩৩ + ৫২০
আমি স্থানীয় মান অনুযায়ী দুইটি সংখ্যাই উপরে নিচে বসাবো এবং নিচে দাগ টানবো। যোগ চিহ্নটা মনে করে দিয়ে দিবো ।
শতক একক দশক
৪      ৩    ৩
+ ৫      ২    ০
______________________

এবার আমরা ডান পাশ থেকে যোগ শুরু করবো। প্রথমে একক, পরে দশক এবং সবার শেষে শতক এর সংখ্যাগুলো যোগ করবো ।

শতক একক দশক
৪       ৩     ৩
+ ৫       ২     ০
______________________
৯      ৫     ৩
তাহলে আশা করি তোমরা যোগের অনেকটাই বুঝে নিয়েছো । আমরা সামনের ওয়ার্কশিটে হাতে রেখে যোগ করা শিখে নিবো। আর প্রতিদিন বিভিন্ন কাজে, যেমন খেলার রান বের করতে, বাজারের টাকার হিসাব করতে কিংবা বইখাতার সংখ্যা গুনতে যোগ ব্যবহার করতে পারি ।
তাহলে, আপাতত নিচের যোগের সমস্যাগুলো বাসায় খাতায় তুলে করতে পারোঃ

১/ ১২+৩৪
২/ ২৪৩+২৩১
৩/ ৫২০+৪১১
৪/ ৮১২+৫৬
আরো ভালো করে বুঝতে নিচের পিডিএফটি পড়ে নাও ।
Grade 3_Math_ content 2_ pdf

লেখক: ফেলো (২০২০ কোহোরট), টিচ ফর বাংলাদেশ

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে হাজতির মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ !