পুঁথিগত বিদ্যার চেয়ে কারিগরী শিক্ষার ওপর জোর দিতে হবে : এম এ সালাম

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) উদ্যোগে ইনোভেশন কমিপটিশন-২০২২ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। মুরাদপুরের এনআইটির অডিটোরিয়ামে অধ্যক্ষ আহসান হাবিবের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার ড. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পিয়ারুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, সিন্ডিকেট সদস্য ড. মাঈনুল হক মিয়াজী ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাঊল করিম, চট্টগ্রাম বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. আইয়ুবুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূ. ক .ম আকবর, সরকারী টির্চাস ট্রেনিং কলেজের অধ্যাপক শিক্ষাবিদ শামসুদ্দিন শিশির, কলামিস্ট এ কে জাহেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা চমৎকার আইডিয়ার মাধ্যমে জনগুরুত্বপূর্ণ বিষয়ক ২১৮টি প্রজেক্ট উদ্ভাবনী তুলে ধরে। অনুষ্ঠানে এমএ সালাম বলেন, পুঁথিগত বিদ্যার চেয়ে কারিগরী শিক্ষার উপর জোর দিতে হবে। অধ্যাপক বেনু কুমার দে বলেন, বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রা এগিয়ে নিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার আরও প্রসার ঘটানো প্রয়োজন। অনুষ্ঠানে সমাপনী পর্বে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকজন গুলনাহারের সুখ-দুঃখ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে অগ্নিদুর্গতদের মাঝে পৌর মেয়রের অনুদান