ফেসবুকে প্রথমে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সানজিদা আক্তার (২০), তার স্বামী মো. আলাউদ্দিন (২৪) এবং বন্ধু মুক্তার আহমেদ (৩৫)। সানজিদা ও আলাউদ্দিন পশ্চিম ফিরোজশাহ এলাকার আল আমিন হাসপাতালের বিপরীতে একটি গলিতে বাসা ভাড়া নিয়ে থাকেন। তাদের বন্ধু মুক্তার আহমেদ ধনিয়ালা পাড়ার ছোট মসজিদ এলাকায় থাকেন।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম আজাদীকে জানান, একবছর আগে বাদী কাইয়ুমের সাথে ফেসবুকে বন্ধুত্ব হয় আসামি সানজিদার। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে গড়ায়। ১০ মে তারা দুজন পাহাড়তলী থানাধীন নয়াবাজার এলাকায় দেখা করেন। সেদিন কাইয়ুমকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে পাহাড়তলী থানার ১ নম্বর পানির কল তালতলা এলাকার খলিল উল্লাহ সর্দারের গলির একটি বাসার গেটের ভেতর নিয়ে যান সানজিদা। সেখানে কাইয়ুমকে আটকে থেকে হাতিয়ে নেয়া হয় নগদ ৪ হাজার টাকা ও ভিসা কার্ডে থাকা ৫০ হাজার টাকা। এ অভিযোগ পেয়ে পাহাড়তলী থানা পুলিশ তাদের তিনজনকে গ্রেপ্তার করে।