পাথরঘাটা থেকে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

নগরীর ব্যস্ততম এলাকা কোতোয়ালী। ওই এলাকা ঘিরে গড়ে উঠা একটি ছিনতাই চক্রের কাছে কেউ না কেউ প্রতিদিন শিকার হচ্ছে। তারা খোয়াচ্ছেন মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র। রাত হলেই তারা ভয়ঙ্কর হয়ে উঠে। সোর্স লাগিয়ে টার্গেটকৃতদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু লুটে নেয়। এমন একটি চক্রের নিয়ন্ত্রণ করে আসছিল ফরহাদ আহমেদ আকাশ নামের দুর্ধর্ষ ছিনতাইকারী। অবশেষে ফরহাদসহ চক্রটির ৫ সদস্য পুলিশের জালে ধরা পড়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি ছোরা। গতকাল রোববার ১১ ফেব্রুয়ারি দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক। গ্রেপ্তার পাঁচজন হলেন, ফয়সাল আহমেদ রবিন (২০), মো. ফরহাদ আহমেদ আকাশ (২১), এলড্রিক পোপ এ্যালেন (২২), মো. হোসেন (২০) ও মো. ওসমান গনি রনি (২৫)। পুলিশ জানায়, কোতোয়ালীর পাথরঘাটা মেরিনার্স রোডের জেলে পাড়ায় অবস্থিত বিআইডব্লিউটিএর খোলা মাঠের অন্ধকার জায়গা থেকে রবিন, আকাশ ও এ্যালেনকে আটক করা হয়। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রনি এবং হোসেনকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, নেভাল, ফিসারীঘাট মাছ বাজার, ব্রিজঘাট, ফিরিঙ্গীবাজার, রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, স্টেশন রোড এলাকার পথচারীদের টার্গেট করে তারা ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছিল। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকান ও মোটরসাইকেল
পরবর্তী নিবন্ধজীবনকে সুন্দর ও গড়ার জন্য সুশিক্ষার বিকল্প নাই