নগরীর পাথরঘাটা ওয়ার্ডের ব্রিকফিল্ড রোডে সোতোকান কারাতে স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান গত রোববার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য প্রবাল চৌধুরী মানু।
মো. নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও বিপ্লব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষক (প্রথম জৈন) মো. সাফরান। শেষে অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে সোতকান কারাতে স্কুলের উদ্বোধন করেন।