আজীবন কুড়িয়েছি ফুল
বেলি, কামিনী, কাঠগোলাপ
এসব সাদা ফুলের সুগন্ধি আমেজ
মিশিয়ে দিয়ে ভাবি
ঝরা পাতা ঝরে যাক
বৃষ্টির ছন্দে সুকোমল বাতাসের দ্বন্ধে
রঙিন ফুলেও কম আকর্ষিত হইনি
রঙ্গন, গোলাপ বইয়ের পাতার ভাঁজে,
কতদিন জমিয়ে রেখেছি।
ঝরা পাতা, মরা পাতা সুকোমল বাতাসে
বন্ধু হয়ে কত এসেছে আমার কাছে।
কাউকে ফিরিয়ে দিইনি।
অনেক ফুলের মাঝে পাতারা বন্ধু হয়েছে!
কামরাঙা গাছের সবুজ হলুদ পাতাকে
সবুজ হলুদ খাম মনে হয়েছে!
কদম পাতারা কদম ফুলের সাথে
স্টেজ বানাতে আমার বন্ধু হয়েছিলো
বসন্ত হোক, বৃষ্টি হোক
পাতা ঝরার দিনে
পাতারা আমায় কম বিস্মিত করেনি।