সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন– প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাগারকে মানসম্মত ও যুগোপযোগী বই দিয়ে সাজাতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগে নিজেকে বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে জ্ঞান অর্জনের বিকল্প নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও শিক্ষকদেরকেও পাঠাগারের প্রতি মনযোগী হতে হবে। যে প্রতিষ্ঠানে পাঠাগার যত বেশী সমৃদ্ধ সে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরাও জ্ঞানে তত বেশী সমৃদ্ধ হবে।
তিনি গতকাল শনিবার হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. শফিউল আলম চৌধুরীর অর্থায়নে হুরে জাহান বেগম পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জিয়াউল কুদ্দুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সোহরাব হোসেন চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ইউনুছ গণি চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, আলমগীর জামান প্রমুখ। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আবছার শরীফ। এর আগে এমপি কাটিরহাট মোহাম্মদ তকিরহাট প্রকাশ হযরত শাহাজাহান শাহ (রা.) দরগাহ সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন, ধলই কাটিরহাট মুছা সওদাগর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, আহম্মদীয়া তাজবিদুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসার ৪ তলা নতুন ভবনের উদ্বোধন করেন।