আফগানিস্তানের পাশাপাশি ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানে। দেশটিতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৯৩৭ জন মারা গেছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে ৩ লাখ মানুষ। এ অবস্থায় দেশটির সরকার ‘জাতীয় জরুরি’ অবস্থা ঘোষণা দিয়েছে। খবর বাংলানিউজের।
পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন’র খবরে বলা হয়েছে, দুর্যোগ কবলিত এলাকা, সেখানকার জনগণের বর্তমান পরিস্থিতিকে মারাত্মক জলবায়ু সংকট বলে ঘোষণা দিয়েছে সরকার। একইসঙ্গে দেশব্যাপী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘোষণা দেয় শাহবাজ শরীফ প্রশাসন। গতকাল শুক্রবার এসব তথ্য নিজেদের প্রধান প্রতিবেদনে জানায় ডন।
খবরে আরও বলা হয়, অবিরাম বর্ষণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত ৩৪৩ শিশুসহ ৯৩৭ জন মারা গেছে। নাজুক পরিস্থিতি দেখা দিয়েছে বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশে। অঞ্চলদুটির হেক্টরের পর হেক্টর জমি পানির নিচে। জাতীয় দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে ডন জানায়, গত ১৪ জুন থেকে শুরু হওয়া বন্যায় শুধু সিন্ধু প্রদেশেই তিনশ’র বেশি মানুষ নিহত হয়েছে। বেলুচিস্তানে ২৩৪, খাইবার পাখতুনখোয়ায় ১৮৫ ও পাঞ্জাবে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আজাদ জম্মু-কাশ্মীরে মারা গেছে ৩৭ জন। মৃত্যুর খবর এসেছে গিলগিট-বালতিস্তান থেকেও। সবগুলো অঞ্চলে ভারী বৃষ্টির কারণে বন্যা সৃষ্টি হয়েছে।