প্রতিদিন কোটি টাকার গ্যাস পোড়াচ্ছে রাশিয়া

ইউরোপে জ্বালানির মূল্যে রকেট গতি

| শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৪৫ পূর্বাহ্ণ

ইউরোপে গ্যাস সরবরাহ স্থগিত করেছে রাশিয়া। এ অবস্থায় মহাদেশটির বিভিন্ন রাষ্ট্রে গ্যাস সংকট বাড়ছে। বিভিন্ন অঞ্চলে রকেট গতিতে বাড়ছে জ্বালানির দাম। কিন্তু বিকার নেই ভ্লাদিমির পুতিন শাসিত রুশ ফেডারেশনের। ফুরফুরে মেজাজে প্রতিদিন কোটি টাকার গ্যাস পুড়িয়ে যাচ্ছে দেশটি! খবর বাংলানিউজের।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। কয়েকজন বিশ্লেষকের সঙ্গে আলাপ আলোচনার পর এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি। খবরে বলা হয়, রাশিয়া দেদারসে এখন যে গ্যাস পোড়াচ্ছে, আগে তা জার্মানিতে রপ্তানি করা হতো। ইউরোপে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া পর থেকে বিভিন্ন দেশে এ জ্বালানির ব্যবহার ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়। কিন্তু রাশিয়া এ ক্ষতির ধার ধারছে না। ফিনল্যান্ডের সীমান্তের কাছে পর্তোভায়া প্ল্যান্ট থেকে তারা প্রতিদিন কোটি টাকার (১০ মিলিয়ন ডলার) গ্যাস পোড়াচ্ছে। রিস্টেড এনার্জির বিশ্লেষণ অনুসারে, পর্তোভায়া প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় ৪ দশমিক ৩৪ মিলিয়ন ঘনমিটার গ্যাস পোড়ানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৯৩৭
পরবর্তী নিবন্ধঅল্পের জন্য পারমাণবিক দুর্ঘটনা থেকে বেঁচেছে বিশ্ব : জেলেনস্কি