উদ্বোধনের পর বেশ কিছুদিন বন্ধ থেকে সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগ গতকাল মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পাইরেটস অব চিটাগাং ৪ উইকেটে হারিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। টসে জিতে পাইরেট্্স প্রথমে ব্যাট করতে পাঠায় মোহামেডানকে। মোহামেডান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে ইশরাত হোসেন সাব্বির ও ইশতিয়াক হোসেন ৪৩ রান তুলে বিচ্ছিন্ন হন। তবে প্রথমে সাব্বির ব্যক্তিগত ২৪ রানে আউট হওয়ার পর পরই ইশতিয়াকও নিজস্ব ১০ রানে বিদায় নেন। এরপর শামিম মিয়া এবং মো. তানভির জুটি গড়ে তোলার চেষ্টা করে সফল হন। তারা তৃতীয় উইকেট জুটিতে ৭২ রান সংগ্রহ করেন। শামিম ৩৮ রান করে রান আউটের শিকার হন। ফরহাদ হোসেন ক্রিজে এসে তানভিরের সাথে জুটি গড়ার চেষ্টা করলেও বেশি এগুতে পারেননি। এ জুটি ২৬ রান সংগ্রহ করলেও তানভিরকে ব্যক্তিগত ২৭ রান করে বিদায় নিতে হয়। ফরহাদ দ্রুত রান তোলায় কিছুটা সফল হন। ৩৬ বলে ৪৪ রান তুলে তিনিও রান আউট হয়ে যান। ৩টি চার এবং ৩টি ছক্কা হাঁকান তিনি। এরপর তানভির সাদাত ৩৩ বলে অপরাজিত ৩১ রান করলে মোহামেডান দুশো রানের কোঠা পার হয়। অতিরিক্ত থেকে মোহামেডানের ইনিংসে যোগ হয় ২৬ রান। পাইরেট্্স এর সুমন খান,মো. বেলাল ২টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান সজিব আবদুল্লাহ এবং তৈয়বুর রহমান।
২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাইরেটস অব চিটাগাং ৪৭.৪ ওভার খেলে প্রয়োজনীয় রান তুলে নেয়। তারা ৬ উইকেট হারিয়ে ২১২ রান করে। শুরুতেই শূন্য রানে ২টি উইকেট হারালেও পরবর্তীতে দৃঢ় হাতে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন পরের ব্যাটাররা। পিয়ার মো. সৌরভ এবং নাজিম উদ্দিন কোন রান না করেই নজরুল ইসলামের বলে আউট হয়ে যান। এরপর রকিবুল হাসান ৬৩, নাইম ইসলাম ৪৫ এবং তৈয়বুর রহমান অপরাজিত ৪১ তুলে নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। রকিবুল ১০৩ বল খেলে ১০টি চারের সাহায়্যে ৬৩ রান সংগ্রহ করেন। এছাড়া আলিফ ২১ রান করে। অতিরিক্ত থেকে ৩২ রান যোগ হয় পাইরেটসের স্কোর কার্ডে। মোহামেডানের নজরুল ইসলাম এবং সাকলাইন সজীব ২টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান ইশরাত হোসেন এবং মোবারক হোসেন।