পাঁচলাইশ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ব্যাংক ঋণের টাকা পরিশোধ না করে আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৬:০৪ পূর্বাহ্ণ

ব্যাংক ঋণের টাকা পরিশোধ না করে আত্মসাৎ করার অভিযোগে দায়েরকৃত মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করে আত্মগোপনে চলে যান বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, খাতুনগঞ্জের বেঙ্গল ট্রেডিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ হাসানুর রশিদ পদ্মা ব্যাংক, এক্সিম ব্যাংক, সাউথ বাংলা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নেন। কিন্তু নির্দিষ্ট সময়ে ঋণের কোনো অর্থ পরিশোধ না করে তিনি গা ঢাকা দেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় রায় হতে শুরু করেছে। এই ধরনের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে হাসানুর রশিদকে গত ১৩ এপ্রিল রাতে পাঁচলাইশ থেকে পুলিশ গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআগুনে পুড়ে ছাই কারো বই, কারো মেয়ের বিয়ের টাকা
পরবর্তী নিবন্ধভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা