পল্লী চিকিৎসকের মাথা ফাটিয়ে নগদ টাকা ছিনতাই

পটিয়া প্রতিনিধি  | সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

পটিয়ায় রাতের আঁধারে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসকের মাথা ফাঁটিয়ে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে পৌর সদরের ফইল্ল্যাতলী এলাকায় বিওসি রোড়ের টার্নিংয়ে এ ঘটনা ঘটে। ওই পল্লী চিকিৎসকের নাম মো. হাসান (৪০)

তিনি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত লোকমান হাকিমের পুত্র। ছিনতাইকারীরা লোহার রড দিয়ে পিছন থেকে পল্লী চিকিৎসকের মাথায় আঘাত করে পকেটে থাকা প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। এ ঘটনায় রোববার পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পল্লী চিকিৎসক হাসান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ যায়। তাকে একজনই মাথায় আঘাত করেছে বলে জেনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অনুমোদনহীন লটারি বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা