পরীমনির বিরুদ্ধে মাদকের মামলায় অভিযোগপত্র

| মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:২২ পূর্বাহ্ণ

মাদকের মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। র‌্যাবের করা এই মামলায় গতকাল সোমবার ঢাকার আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। খবর বিডিনিউজের।
পরীমনির সঙ্গে গ্রেপ্তার তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেনকে এই মামলায় আসামি করা হয়েছিল। তাদেরও আসামি করা হয়েছে অভিযোগপত্রে। পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকেও গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে মাদকের আরেকটি মামলা হয়।
পরীমনির বিরুদ্ধে এই একটি মামলাই সিআইডি তদন্ত করে। এক ডিবি কর্মকর্তা চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ১৮ ঘণ্টা সময় কাটানোর খবর গণমাধ্যমে আসার পর এই মামলার তদন্তভার সিআইডির কাছে গিয়েছিল। গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয় । র‌্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধারের কথা বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধআরিয়ানের সঙ্গে কে এই মুনমুন?
পরবর্তী নিবন্ধগানেই শত বছর বাঁচতে চান সাব্বির