শীতকালে পাখা মেলে যাদের এত ভিড়,
পরিযায়ী পাখি তারা ছেড়ে আসে নীড়।
হাজারের কাছাকাছি যাদের এত নাম,
নীড়হারা পাখি ওরা ঘুরে ফিরে ধাম।
কারো নাম বৈকাল কারো বা গিরিয়া,
শীত শেষে নিজ গৃহে যায় তারা ফিরিয়া।
কারো মাথায় টিকি আছে কারো খালি,
কারো লেজ লম্বা কারো নাম বালি।
একশ্রেণি জনতা ছবি তুলে ক্ষান্ত,
একশ্রেণি ধরে শুধু নেই সদা ক্লান্ত।
ওরা যে অতিথি ওরা যে অসহায়,
ছেড়ে দিন আসবে ফিরে ওরা পুনরায়।
ওদেরও তো ঘর থাকে, থাকে ছোট সংসার,
তাদেরও তো কষ্ট, বেঁচে থাকাও দরকার।
পরিযায়ী পাখিকে করি আমরা সমাদর,
সুর দিয়ে ভরে দিবে আপনার গৃহডোর।