পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে বেড়ে ওঠা অহিদুল আলম ইস্ট চায়না ইউনিভার্সিটি অব সাইয়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিল- চিংডি/কাঁকড়ার খোলস থেকে শোষণকারী বিশেষ পদার্থ তৈরি, যা ভারী ধাতু শোষণ এবং স্থিতিশীল করার কাজে প্রয়োগ করা যাবে। অহিদুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইয়েন্স থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। পরে চীন সরকারের স্কলারশিপ নিয়ে ২০১৪ সালে তিনি সাংহাই শহরে অবস্থিত থংজি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ প্রকৌশল বিষয়ে পড়াশুনা করে ২০১৬ সালে গ্রাজুয়েশন শেষ করেন। তিনি সাংহাই পৌর সরকারের স্কলারশিপ নিয়ে ২০১৬ সালে ইস্ট চায়না ইউনিভার্সিটি অব সাইয়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ প্রকৌশলে পিএইচডি পড়াশুনা শুরু করেন। গত ১ জুন তিনি সফলভাবে সেই কাঙ্ক্ষিত ডিগ্রিটি অর্জন করেন। দেশ ও দশের কল্যাণে তিনি তার অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে চান। প্রসঙ্গত, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক মাস্টার গোলাম হায়দার ও গৃহিণী জান্নাতুল ফেরদাউস দম্পতির ৫ ছেলের মধ্যে অহিদ তৃতীয়। তাদের বাকি ৪ ছেলেও উচ্চ শিক্ষিত এবং স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। প্রেস বিজ্ঞপ্তি।