যেকোনো দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে দেশের মোট ভূভাগের ২৫ শতাংশ বনভূমি থাকা বাঞ্ছনীয়। অথচ বাংলাদেশের বনভূমির পরিমাণ মোট ভূভাগের মাত্র ১৭ শতাংশ, যা অত্যন্ত অপ্রতুল ও হতাশাজনক। বাংলাদেশের বনভূমি থেকে নির্বিচারে বৃক্ষ নিধনযজ্ঞ সংগঠিত হচ্ছে। শুধু বনভূমিতেই নয়, বিভিন্ন লোকালয় এবং জনপদেও এ নিধনযজ্ঞ সংগঠিত হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রতি বছরই বাংলাদেশকে বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে। পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের অবদান অপরিসীম। গাছপালা অধিক বৃষ্টিপাতে সহায়তা করে এছাড়াও নদীর ভাঙন থেকে মানুষ ও ভূভাগকে রক্ষা করে। মূলত পৃথিবীকে মনুষ্যবাসের উপযোগী করে তোলার জন্য বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের প্রয়োজনীয়তা অত্যধিক। কেননা, জীবনকে সাজাতে ও বাঁচাতে পর্যাপ্ত বনায়নের গুরুত্ব অপরিসীম। আর পর্যাপ্ত বনায়ন মানেই অধিক বৃক্ষরোপণ, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখে।
শিফা চৌধুরী
নওয়াজিশ খান চৌধুরী বাড়ি, চট্টগ্রাম।