পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক ডা. উ খ্যে উইনের বদলিজনিত, কুমিল্লা জেলার উপ-পরিচালক মো. মাহবুবুল করিমের অবসরজনিত বিদায় এবং পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার নবাগত উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী ও কুমিল্লা জেলার নবাগত উপ-পরিচালক মো. আবুল কালামের যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান গতকাল শনিবার নগরীর আগ্রাবাদস্থ পরিবার পরিকল্পনা ভবনে অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ডা. রাবেয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ডা. মোহাম্মদ শরীফ। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চট্টগ্রামের বিদায়ী উপ-পরিচালক ডা. উ খ্যে উইন, কুমিল্লা জেলার বিদায়ী উপ-পরিচালক মো. মাহবুবুল করিম, পরিবার পরিকল্পনা জেলার নবাগত উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী, কুমিল্লা জেলার নবাগত উপ-পরিচালক মো. আবুল কালাম, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম রিজিওনাল কনসালট্যান্ট ডা. ছেহেলী নার্গিস, সহকারী পরিচালক শাহানওয়াজ, সাংবাদিক সারোয়ার সুমন, ডা. হোসেন আল মামুন, ডা. শামীমা জান্নাত, মো. খোরশেদ আলম, সুমিত ভট্টাচার্য, মো. দবির উদ্দিন। অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।












