পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উদ্বোধন

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় পরিবার কল্যাণ সেবা অনেক দূর এগিয়ে গেছে। মা ও শিশু স্বাস্থসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধ, গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে পরিবার পরিকল্পনা বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছে। বাসায় ডেলিভারি করলে শিশু ও মা দুজনেরই চরম ঝুঁকি থাকে। তাই মা ও শিশুকে নিরাপদ রাখতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির বিকল্প নেই।
গতকাল রোববার নগরীর পূর্ব বাকলিয়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেবা ও প্রচার সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি’। পূর্ব বাকলিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে ও কেক কেটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক সুব্রত চৌধুরীর সভাপতিত্বে ও পূর্ব বাকলিয়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. প্রতিমা রানী ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম রিজিওনাল কনসালট্যান্ট ও সহকারী পরিচালক ডা. ছেহেলী নার্গিস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅভিবাসী দিবসের সভা
পরবর্তী নিবন্ধফটোবেরি প্রোডাকশন হাউজের উদ্বোধন