পরিবারের সাথে ঝগড়া করে যুবকের আত্মহত্যা

ইপিজেডে আত্মহত্যা গার্মেন্টসকর্মীর

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

নগরীতে পৃথক দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। একটি নগরীর খুলশী থানাধীন লালখান বাজারের মতিঝর্ণা এলাকায়। অন্যটি ইপিজেড থানাধীন আকমল আলী রোডের নেভি গেইট এলাকায়। নগরীর খুলশী থানাধীন লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় পরিবারের সাথে ঝগড়া করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো. বাবু (২২) নামে এক যুবক। গতকাল শুক্রবার বিকেলে মতিঝর্ণার ৪ নম্বর গলি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. খলিলের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানায়, পরিবারের সাথে ঝগড়া করে ওই যুবক আত্মহত্যার চেষ্টা করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে তার ভাই মো. ইয়াছিন চমেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডের নেভি গেইট এলাকায় জুলেখা আকতার (২০) নামে এক গার্মেন্টস কর্মী বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার দুপুরে আকমল আলী রোডের নেভি গেইট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আব্দুর মজিদের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইপিজেড থানাধীন ২ নম্বর রোডের একটি গার্মেন্টসে চাকরি করতেন জুলেখা আকতার। বিষপান পরবর্তী তাকে চমেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধঅধিকাংশ টেক্সিচালক কিশোর, ভাড়ায় নৈরাজ্য
পরবর্তী নিবন্ধরিকশা চালিয়ে শুভেচ্ছা জানালেন সুইডিশ রাষ্ট্রদূত