অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং পতেঙ্গা মডেল থানার ওসি জোবাইর সৈয়দের আহ্বানে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন নগরের সহ-সভাপতি হাজী নুরুল আবছার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন হাজী নিজাম উদ্দিন, মাওলানা একলাজ উর রহমান, হাজী মো. নুর আলম, জয়নাল আবেদীন, নুর মোহাম্মদ খোকন, মো. জাহাঙ্গীর সওদাগর, মোহাম্মদ ভুট্টো, মো. মাসুদ খানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।