দেশের অন্যতম শীর্ষ আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুফতি আব্দুল হালিম বোখারী (৭৭) গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অনেক আত্মীস্বজন রেখে যান।
তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের মওলানা মরহুম আবদুল গণির ছেলে। রাত ১০টায় পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে মাদ্রাসার মকামে আজিজিয়া করবস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন কওমী শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন ছাড়াও আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব, তাহফিজুল কোরআন সংস্থার সভাপতি, কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড হায়াতুল ওলাইয়া স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আল-জামিয়াহ আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা শাহ আবদুল হালিম বোখারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশবাসী একজন নিবেদিত প্রাণ আলেমে দ্বীনকে হারালো। আব্দুল হালিম বোখারী দেশব্যাপী ইসলামের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। বহু মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠাসহ ইসলাম ধর্মের বহুমূখী খেদমত করে গেছেন তিনি।
আরও শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহাজান জুয়েল, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ।