আধুনিক তথ্য প্রযুক্তির নাগরিক সেবা দিতে পটিয়া পৌরসভায় উদ্বোধন করা হয়েছে ডিজিটাল সেন্টার। সোমবার সকালে পৌর ভবনের নিচতলায় আধুনিক এ ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন পৌর মেয়র আইয়ুব বাবুল। তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি নাগরিককে আধুনিক ও সহজ তথ্য প্রযুক্তি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির নাগরিক সুবিধা নিশ্চিত করতে পৌরসভায় এ ডিজিটাল সেন্টার উদ্বোধন করা হয়েছে। এ সেবার মাধ্যমে পৌরবাসী পাসপোর্ট আবেদন, জমির অনলাইন নিবন্ধনসহ কম খরচে যাবতীয় প্রযুক্তি সেবা গ্রহণ করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, পৌর কাউন্সিলর শফিউল আলম, মোহাম্মদ জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন আজাদ, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোহাম্মদ, পৌর সচিব মোহাম্মদ নেজামুল হক, উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গাফফারুল বশর মনু, পৌর কর্মকর্তা শহিদুল ইসলাম।











