বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদে পটিয়ায় নেতাকর্মীরা প্রায় আধঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের অনুসারী হাজারো নেতাকর্মী মহাসড়কের পটিয়ার থানার মোড় চত্বরে সড়ক অবরোধ করে রাস্তায় অবস্থান নেয়।
শনিবার (১৯ জুলাই) এনামের অনুসারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাত ১০টার দিকে মহাসড়কের পটিয়া কলেজ গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে এনসিপি নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এসময় বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী জড়ো হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা।
পরে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে পটিয়ার থানার মোড় চত্বরে এসে রাত সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুইপাশে শতাধিক গাড়ি আটকে পড়ে। অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।
বিক্ষোভ মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ এর নামে এনসিপি নেতা নাছির উদ্দিন পাটুয়ারী যে বক্তব্য দিয়েছেন তা খুবই দু:খজনক। এ দেশ শহীদ জিয়া ও খালেদা জিয়ার বাংলাদেশ। এখানে জুলাই আন্দোলনকে এনসিপি নেতারা যেভাবে নিজেদের করে নিচ্ছেন তা কোন রাজনৈতিক বক্তব্য হতে পারে না।