পটিয়ায় পুলিশের অভিযানে ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। উপজেলার ছনহরা ইউনিয়নের বরিয়া থেকে গত শুক্রবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. কাউছারের ঘরের পাশ থেকে ৬টি চটের বস্তা ভর্তি এসব চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় কাউছার পালিয়ে যায়। তিনি ওই এলাকার মৃত নাছির উদ্দীনের পুত্র।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী কাউছার ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।