পটিয়ায় ১০ হাজার হতদরিদ্র পেল কেডিএস গ্রুপের চাল

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ৫:৫৮ পূর্বাহ্ণ

পটিয়ায় এবার ১০ হাজার হতদরিদ্র নারী পুরুষের মাঝে চাল বিতরণ করেছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট খলিলুর রহমান। এর আগে চলতি রমজান মাসের প্রথম দশ দিন ১০ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। পটিয়া উপজেলার সাইদাঁইর, জিরি, কুসুমপুরা, কাশিয়াইশ, আশিয়া ও বড়লিয়া ইউনিয়নের ১০ হাজার হতদরিদ্র নারীপুরুষ পান এ সহায়তা। গতকাল শুক্রবার সকালে জিরি ইউনিয়নের সাইদাঁইর গাউসিয়া তৈয়বীয়া দিলোয়ারা জাহান ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে তিনি এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আলআরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, ফজলে ওয়ালী আহম্মেদ তামজীদ, কেডিএস গ্রুপের প্রটৌকল ম্যানেজার সুমন চৌধুরী, বাংলাদেশ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাসেম, কুসুমপুরা ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত আকবর, স্থানীয় সমাজসেবক আবদুর রহমান, মোহাম্মদ এরফানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাল বিতরণকালে খলিলুর রহমান বলেন, রমজান আমাদের সামনে আসে তাকওয়া নীতি শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ ধনীগরীবের পার্থক্য দূর করে একটি অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং ধনীগরীবের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য যাকাতের প্রচলন করেছেন। ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজের বিত্তবানদের এসব ব্যাপারে এগিয়ে আসা উচিত।

পূর্ববর্তী নিবন্ধস্বল্প পুঁজিতে অধিক লাভ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী থেকে চুরি হওয়া দুটি বাইক বান্দরবান ও চকরিয়ায় উদ্ধার