পটিয়ায় সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা পেল ওষুধসহ খতনা সেবা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১১ মে, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

পটিয়ায় সুবিধাবঞ্চিত পরিবারের ২৫জন শিশু পেল ওষুধসহ ফ্রি সুন্নাতে খতনা সেবা। পটিয়া আমির ভান্ডার গাউছিয়া আমিরিয়া রহমানিয়া দেখমত কমিটি কেন্দ্রীয় পর্যদের উদ্যোগে গতকাল শুক্রবার আমির ভান্ডার গাউছিয়া আমিরিয়া খলিল মনজিল প্রাঙ্গনে এ সেবা প্রদান করা হয়। হযরত আমিরুল আউলিয়া মাওলানা শাহসূফী সৈয়দ আমিরুজ্জামান শাহ্‌ (.) এর পৌত্র আল্লামা শাহসূফী সুলতান সৈয়দ আবু ইউছুফ শাহ্‌ আমিরভান্ডারীর (.) বেছাল বার্ষিকী ওরশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আমির ভান্ডার সংসদের সভাপতি আল্লামা শাহসূফী সৈয়দ তৌহিদ শাহ্‌ আমিরভান্ডারীর (.) সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মো: আইয়ুব বাবুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাউছিয়া আমিরিয়া রহমানিয়া দেখমত কমিটি কেন্দ্রীয় পর্যদের চেয়ারম্যান সৈয়দ আমির উদ্দিন শাহ্‌ আমির ভান্ডারি (.)

বিশেষ অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন আজাদ, পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, আমির ভান্ডার সংসদের সাধারণ সম্পাদক পীরজাদা সৈয়দ মুহাম্মদ আরিফুজ্জামান আমিরী, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন ম্যানেজার, ব্যাংকার মো: আবুল হোসেন, খলিলুর রহমান শিবলু আমিরী (.), সাংবাদিক শফিউল আজম প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধবোধন আবৃত্তি পরিষদের রবীন্দ্রজয়ন্তী উদযাপন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিক কর্মচারীদের আন্দোলন