চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, জেলা পর্যায়ের কোর্টে বিচারপ্রার্থীদের যে বিড়ম্বনা তা অনাকাঙ্খিত। প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সহায়তা নেয়ার জায়গা গ্রাম আদালত। কিন্তু বিভিন্ন কারণে তারা আস্থা হারিয়েছেন। জনপ্রতিনিধিরা কোনো এক পক্ষের হয়ে কাজ করেন বলে বিচারপ্রার্থীরা তাদের কাছে যান না। বাস্তব পরিস্থিতি দেখে ন্যায় বিচার করলে প্রান্তিক মানুষের কাছে গ্রাম আদালতের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম। সঞ্চালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া ও সীতাকুণ্ড ইউএনও মিল্টন রায়। বক্তব্য দেন উজ্জ্বল কুমার দাস চৌধুরী, মহিলা বিষয়ক উপ-পরিচালক মাধবী বড়ুয়া, বিআরডিবির উপ-পরিচালক মোরশেদ আলম, এস এম জিয়াউল হায়দার হেনরী, মো. শহিদুল ইসলাম, সাঈদ হাসান, মো. শহিদুল ইসলাম, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, উৎপল বড়ুয়া, মোহাম্মদ আলী শিকদার, বাপ্পা চৌধুরী, নজরুল ইসলাম, সুদর্শন বড়ুয়া, অজয় কুমার মিত্র, অলকা চৌধুরী, মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।