যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) এর উদ্যোগে বাস্তবায়নরত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড পারায়ন প্রকল্পের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সংস্থার দেওয়ানবাজারস্থ নাহার প্লাজা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ও জেএসইউএস সহসভাপতি বিপুল বড়ুয়া। ধন্যবাদসূচক বক্তব্য দেন, নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন। ব্যবস্থাপনা উপদেষ্টা–পরিচালক শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীনের সঞ্চালনায় শুরুতে প্রকল্প ও চট্টগ্রাম ভিত্তিক নারী নির্যাতনের ইস্যুভিত্তিক ধারণা তুলে ধরেন সহকারী পরিচালক আরিফুল ইসলাম ও এরিয়া ম্যানেজার নার্গিস চৌধুরী।
সভায় বক্তব্য দেন, সাংবাদিক জাহেদ মোতালেব, আল রাহমান, ইফতেখার মারুফ, এম কে মনির, জোবাইদা ইয়াছমিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রয়োজন নারীর সচেতন নেতৃত্ব। প্রেস বিজ্ঞপ্তি।