ন্যাটোর প্রশিক্ষণে অংশ নিতে নরওয়েতে বিশ্বের বৃহত্তম রণতরী

| শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রশিক্ষণে অংশ নিতে নরওয়ের রাজধানী অসলোর জলসীমায় পৌঁছেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়া ও ন্যাটোর মধ্যকার উত্তেজনা এখন তুঙ্গে, তার মধ্যেই বুধবার রাশিয়ার প্রতিবেশী নরওয়ের রাজধানীর জলসীমায় প্রথমবারের মতো এ ধরনের কোনো মার্কিন নৌযান গেল। রণতরী ও এর ক্রুরা আসছে দিনগুলোতে নরওয়ের সশস্ত্র বাহিনীর সঙ্গে দেশটির উপকূল বরাবর প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে, জানিয়েছে নরওয়ের সামরিক বাহিনী। এই সফর যুক্তরাষ্ট্র ও নরওয়ের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ নিদর্শন এবং সম্মিলিত প্রতিরক্ষা ও প্রতিরোধের ক্ষেত্রে একটি বিশ্বাসযোগ্য বার্তা, বলেছেন সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড সেন্টার নরওয়েজিয়ান জয়েন্ট হেডকোয়ার্টারসের মুখপাত্র জনি কার্লসেন।

পূর্ববর্তী নিবন্ধক্রেমলিনে ড্রোন হামলার নেপথ্যে ইউক্রেন, ধারণা যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধজাপানে গুলি ও ছুরি হামলায় নিহত ৩