নেপালের বিদ্যুৎ ভারতের সঞ্চালন লাইন হয়ে আসবে ২ মাসের মধ্যে

| বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি, আন্তঃদেশীয় যৌথ সঞ্চালন লাইন নির্মাণ, সেখানে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের বিনিয়োগের মতো সহযোগিতার সম্ভাবনা নিয়ে দুই দেশের আলোচনায় বড় ধরনের অগ্রগতির কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এর অংশ হিসেবে আগামী দুই মাসের মধ্যে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বহরমপুরভেড়ামারা সঞ্চালন লাইন হয়ে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন। খবর বিডিনিউজের।

নেপালে ভারতীয় একটি কোম্পানির জলবিদ্যুৎ কেন্দ্র থেকে এ পরিমাণ বিদ্যুৎ আনার মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি শুরু হবে। ভারতের গ্রিড লাইন ব্যবহার করে এবং বর্তমানে দেশটি থেকে বিদ্যুৎ আমদানির জন্য ব্যবহৃত আন্তঃসংযোগ গ্রিড লাইন দিয়ে তা আনা হবে বলে বৈঠক শেষে কর্মকর্তারা জানান।

পূর্ববর্তী নিবন্ধনন্দীরহাট রামঠাকুর ধামের উৎসব শুরু কাল
পরবর্তী নিবন্ধআন্তঃব্যাংকে ডলার উঠল ১০৮ টাকা ৫০ পয়সায়