নীল আঁচলের বেশে

হৈমন্তী তালুকদার | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

নীল আঁচলের বেশে, দিগন্ত ছুঁবো
মেঘের সাথে ভেসে বেড়াবো
ইচ্ছে ঘুড়ির সাথে ঘুরে বেড়াবো,
আকাশের বুকে।

নীল আঁচলের বেশে,
সবুজ ঘাস ছুঁবো
শিশির ভেজা ঘাসে,
লজ্জাবতী ফুল হবো
শুকনো পাতার ভিড়ে
কোন ঘাসফুল তুলে নিবো।

নীল আঁচলের বেশে,
দোলনায় হাওয়ার বন্ধু হবো,
খোলা চুলে এলোমেলো হবো।
প্রজাপতির সাথে করবো মিতালি,
তার ডানায় ঘুরে বেড়াবো কিছু সময়,
আমার আঁচল নিরাপদ ভেবে
বসবে কোন ঘাসফড়িং,
নদীর পাড়ে সূর্যাস্ত দেখবো
সাদা বকের ভিড়ে শান্ত চোখে।

আমি হয়তো নই,তবুও নীল আঁচল হোক,
আমার সকল ইচ্ছেরা ঘুরে বেড়াক,
মুক্ত বিহঙ্গ হয়ে দিগন্তের ঐ রঙিন প্রচ্ছদে
নীল আঁচলের বেশে।

পূর্ববর্তী নিবন্ধদূরত্বটা থাকুক
পরবর্তী নিবন্ধআর কত মৃত্যু হলে