নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা

| সোমবার , ২১ মার্চ, ২০২২ at ৯:২১ পূর্বাহ্ণ

নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ১১ম বার্ষিক সাধারণ সভা ১৭ মার্চ নন্দিরহাটস্থ স্থায়ী কমপ্লেক্সের ফাউন্ডেশন পরিচালিত ড. আরপি সেনগুপ্ত- নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ে নিষ্পাপ সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে সমন্বিত বিদ্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু কর্নার এবং ১১ম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ওয়াহীদুল আলম, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার (ইউডিসি-৩) কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং সরকারী শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আলমগীর হোসেন। অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এটিএম কামরুদ্দিন চৌধুরী তাহের। সভায় বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌ. ঝুলন কুমার দাশ ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন যুগ্ম-সম্পাদক সুব্রত বিকাশ চৌধুরী। সভায় উপস্থাপিত প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন নির্বাহী সভাপতি খোরশেদুল আলম কাদেরী, মোহাম্মদ মহসীন, মনসুর এম ওয়াই চৌধুরী, নির্বাহী সদস্য অশেষ কুমার পুরোহিত, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব এম নাসিরুল হক, আশীষ দাশ, সুজন কুমার ভৌমিক, মোহন লাল দাশ, মাখন লাল দাশ, প্রদীপ কুমার চক্রবর্তী, সুব্রত ভৌমিক, শহীদুল ইসলাম সুমন, অধ্যক্ষ সোমা চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই চাকায় বাদাবনের সমীপে
পরবর্তী নিবন্ধসম্মিলিত আবৃত্তি জোটের ‘চির ভাস্বর চির মহীয়ান’