সেভ দ্যা চিল্ড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা মমতার বাস্তবায়নাধীন ‘নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা প্রকল্প’র অর্জন ও ভবিষ্যত প্রেক্ষিত পর্যালোচনা বিষয়ক কর্মশালা গত বৃহস্পতিবার চসিক কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় চলমান আছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ শহীদুল আলম। মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আফরোজা কালাম। স্বাগত বক্তব্য রাখেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত কাউন্সিলর তছলিমা নূরজাহান রুবি, হুরে আরা বেগম, জেসমিন পারভীন জেসি, মো. ইব্রাহিম ফরায়েজী, মো. মাঈনুদ্দিন, টাইগারপাস বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইকবাল, মমতার পরিচালক সুব্রত বড়ুয়া প্রমুখ।কাজ করার পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।