নিরাপদ ক্যাম্পাস চাই

| রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা আলোচনার কেন্দ্রে। বিশ্ববিদ্যালয় সমাজের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশে নারীরা নিরাপদ নয়! তাহলে দেশের নারীদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন হলো কেন বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গায় এমন ঘটনা? রাজনৈতিক শিক্ষার্থী ও শিক্ষক দ্বারা সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক নিয়ন্ত্রণ, ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব, সুষ্ঠু তদন্ত ও বিচারের অভাবের কারণেই ক্যাম্পাসগুলো নিপীড়নের কেন্দ্র ও অপরাধের ক্ষেত্র হয়ে উঠেছে।

এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে, নিরাপদ ক্যাম্পাসের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

সংগীত কুমার

শিক্ষার্থী,

ইসলামী বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ মুজতবা আলী : বহুভাষাবিদ ও রম্যসাহিত্যিক
পরবর্তী নিবন্ধআমার প্রিয় সুবোধ স্যার