আমার প্রিয় সুবোধ স্যার

প্রদীপ চক্রবর্ত্তী | রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। মানুষ গড়ার লক্ষে মনপ্রাণ উজাড় করে যিনি শিক্ষার্থীদের পাঠদান করেছেন, এমন একজন নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন আমার অতি প্রিয় শিক্ষক বাবু সুবোধ রঞ্জন লালা। স্বাধীনতা পূর্ব সময়ে বৃহত্তর চট্টগ্রামে যে কটি ঐতিহ্যবাহী স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাদানে অগ্রণী ভূমিকা রেখেছে, তার মধ্যে অন্যতম ধলঘাট উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে অবস্থিত ধলঘাট উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক বাবু সুবোধ রঞ্জন লালা দীর্ঘ শিক্ষক জীবনে অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষাদান করে ছাত্রছাত্রী, অভিভাবক ও গ্রামবাসীর নিকট হয়ে উঠেছিলেন একজন দেবতুল্য আদর্শ শিক্ষক। বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে জমিদার বংশে জন্মগ্রহণকারী অকৃতদার এই শিক্ষক ছিলেন সৎ, নির্লোভ ও দায়িত্বশীল। এক সময়ে ধলঘাট গ্রামের বর্ষাকালের কর্দমাক্ত কাঁচা রাস্তা দিয়ে পায়ে হেঁটে দীর্ঘ ৬/৭ মাইল দূর থেকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতেন প্রিয় সুবোধ স্যার। গত ১১ জানুয়ারি ২০২৪খ্রিঃ বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ১১টায় তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। সুবোধ স্যার ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক হলেও ইংরেজি, গণিত ও ভূগোল পাঠদানে ছিলেন অত্যন্ত দক্ষ। আমরা স্যারের সকল ছাত্রছাত্রী স্যারের কাছে চিরঋণী হয়ে থাকব তাঁর অবদানের জন্য। পরিশেষে ভগবানের নিকট প্রার্থনা করি, ভগবান যেন আমার প্রিয় স্যারকে স্বর্গবাসী করেন।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ ক্যাম্পাস চাই
পরবর্তী নিবন্ধভাষার শুদ্ধতা রক্ষাই হোক একুশের মূল চেতনা