চিত্রনায়ক নিরব হোসাইন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি চলচ্চিত্রে দীর্ঘদিন কাজ করছেন। তবে জুটি হয়ে করেননি কখনও। এবার সেটা হলো। নতুন একটি বিজ্ঞাপনের জন্য জুটি হয়েছেন তারা। অনন্য মামুনের পরিচালনায় বিজ্ঞাপনটির শুটিং হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। ৬ এপ্রিল দুপুর থেকে রাত পর্যন্ত কাজ হয় সেখানে। নতুন এই শুট প্রসঙ্গে নিরব বলেন, খুব সুন্দর কাজ। এর গল্প ও নির্মাণশৈলীতে সিনেমাটিক বিষয়ও আছে। এতে অভিনয় করে খুবই ভালো লেগেছে। তাছাড়া বিজ্ঞাপনে মাহির সঙ্গে জুটি বাঁধলাম। সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে। একটি ফ্যাশন হাউজের বিজ্ঞাপন এটি। বিষয়টি নিয়ে মাহি বললেন, আমি ইদানীং গড়পড়তা কোনও কাজে নিজেকে জড়াচ্ছি না। এই বিজ্ঞাপনটিতে কাজ করে ভালো লেগেছে। অনন্য মামুন ভাইয়ের পরিচালনায় এর আগে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সব মিলিয়ে বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে। এদিকে, নিরব সিনেমার অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও একটি কুকিং শো নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন তিনি। অন্যদিকে, মাহি অভিনয়টা কমিয়ে দিয়েছ্েন। চালু করেছেন তার নতুন রেস্তোরাঁ।