নিন্দায় নিরাপত্তা পরিষদ

নারীদের ওপর তালেবান নিষেধাজ্ঞা

| বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ কিংবা মানবিক ত্রাণ সরবরাহে নিয়োজিত দাতা সংস্থায় নারীদের কাজ করার ওপর তালেবান নেতৃত্বাধীন প্রশাসনের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে আফগানিস্তানে নারী ও মেয়েদের অবাধ, সমান ও অর্থপূর্ণ অংশগ্রহণ চেয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

মঙ্গলবার পরিষদের ১৫ সদস্যের ঐকমত্যের ভিত্তিতে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে হাই স্কুল ও বিশ্ববিদ্যালয়ে মেয়ে, নারীদের শিক্ষা গ্রহণের ওপর নিষেধাজ্ঞা ‘মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার মর্যাদার যে ক্রমাগত ক্ষয় হচ্ছে, তার প্রতিনিধিত্ব করছে’। মঙ্গলবার টুইটারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নারীদের ওপর এসব নিষেধাজ্ঞাকে ‘অযৌক্তিক মানবাধিকার লংঘন’ অ্যাখ্যা দিয়ে সেগুলো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.২৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধচীনের হাসপাতাল ও শবাগারে ব্যাপক চাপ