নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো। দেশে দিন দিন বেড়েই চলছে চাল, তেল, চিনি, মশারী, আদা-ময়দা, মুরগী, ডিম, পেয়াজ, কাঁচা মরিচসহ অন্যান্য নিত্যপণ্যের দাম। এতে নির্দিষ্ট আয়ের মানুষগুলোসহ নিম্ন ও মধ্যবিত্ত মানুষগুলো পড়তে হয়েছে সিমাহীম দুর্ভোগে। নিয়ন্ত্রণহীন মাত্রাতিরিক্ত পণ্যমূল্য মানুষকে দারুণভাবে হতাশ করেছে। নিম্নবিত্ত-মধ্যবিত্তের কাছে এখন বাজারে যাওয়া মানেই আতঙ্ক আর অস্থিরতা। বাজার যেন লাগামহীন, দেখার কেউ নেই। অস্বীকার করার জো নাই বর্তমান সময়ে দেশে সাধারণ মানুষই সবচেয়ে বেশি বিপদে আছেন। লজ্জায় তারা না পারছেন কাউকে বলতে, না পারছেন হাত পাততে। সময়ের সাথে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জীবন ধারনের অনুষঙ্গ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যানবাহনেও বেড়েছে ভাড়া। যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে দ্রব্যমূল্যের বাড়তি চাপ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিম্নআয়ের মানুষ যা আয় করছে, তার পুরোটাই জীবনধারণের জন্য ন্যূনতম খাদ্যদ্রব্য ক্রয় করতেই শেষ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদির জন্য ব্যয় করার মতো অর্থ তাদের হাতে থাকছে না। বিক্রেতাদের কৃত্রিম সংকটের কারণে বৃদ্ধি হওয়া পণ্যের লাগাম টেনে ধরতে প্রশাসনের এখনই যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে সাড়ে ১৬ কোটি মানুষের এই স্বাধীন দেশের মানুষ না খেয়েই মরতে হবে।
মোঃ মাসুদ হোসেন
চাঁদপুর, সদর।